মো: শফিকুল ইসলাম:
নরসিংদীতে মেইল কারখানার বর্জ্যে পরিবেশ মারাক্তক দূষিত হচ্ছে ফলে দূষণ বন্ধের দাবীতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর কারনে সাইজিং মিলের বর্জ্যে নদী ও কালো ধোয়ায় পরিবেশ দূষণ করায় দায়ে নরসিংদীর মাধবদীতে ৪টি মিল এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই মিল মালিকের কাছ থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মাধবদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেদুয়ান, সারমিন সুলতানা সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এলাকা বাসি জানায় নরসিংদীতে মেইল কারখানার বর্জ্যে আর রংএর পানিতে নদীর পানি এতটাই দূষিত হয়েছে যে এখন নদীতে নামা যায়না এই পানির কারনে মানুষর বিভিন্ন রোগাক্রান্ত হচ্ছে, পানিতে মাছ থাকবে দূরের কথা কোন প্রানীই বাচঁতে পারছেনা।
এ বিষয়ে জানতে চাইলে মো: শাহ আলম মিয়া জানায়, মাধবদীর নুরালাপুর ইউনিয়নের কালীবাড়ি সংলগ্ন আমেনা সাইজিং ও আলগী খোচপাড়া এলাকায় জুয়েল সাইজিং মিলের মালিককে পরিবেশ দূষণ করার দায়ে তাদের বিরুদ্ধে অর্থদন্ড জরিমানা করা হয়েছে। এ দুটি মিলে জুট ব্যবহার করে ব্রয়লার ব্যবহার করছে এতে কালো ধোয়ায় পরিবেশ মারাক্তক দূষণ হচ্ছে।ফলে এলাবাসির অভিযোগে এসব অনুমোদন বিহীন ব্রয়লার বন্ধ করে দেয়া হয়েছে। এখনো অনেক মেইল কারখানা রয়েছে যারা পরিবেশ দূষণ করছে। আমাদের অভিযান অব্যাহত আছে এর পরও যে সব মেইল কারখানা বর্জ্যে নদী ও কালো ধোয়ায় পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।