মো: শফিকুল ইসলাম: নরসিংদীর পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুলকে তলব করেছেন হাইকোর্ট। রাস্তা করার অজুহাতে ব্যক্তিগত সম্পত্তি ভাংচুর করার অভিযোগে এই আদেশ দিয়েছেন আদালত।
আগামী ১৯ ফেব্রুয়ারি তাকে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এছাড়া আদালত অবমাননার অভিযোগে নরসিংদীর ডিসি, এসপি, সদর থানার ওসি, পানি উন্নয়ন বোডের ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এখানে কমেন্ট করুন: