নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে পুলিশের উপস্থিতিতে বাড়ী ঘরে হামলা ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি আহত দুই। শনিবার সকালে পূর্ব শত্রুতার জের হিসেবে শিবপুরে যশর উত্তরপাড়া গ্রামে গিলাবের গ্রামের ঠিকাদার কামালের নেতৃত্বিতে পুলিশের উপস্থিতিতে যশর উত্তরপাড়া গ্রামের বিশটি বাড়ীতে হামলা চালিয়ে টিভি,ফ্রিজ সহ আসবার পত্র ভাংচুর করে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে স্বর্ণা অলংকার নগদ টাকা লুট করে নিয়ে যায় অভিযোগ এলাকাবাসীর।
এসময় ছালাম মিয়া,শাহাজাহান,বাদল,বশির,উসমান,আবুল কালাম,মনির, হাবিবুর,আমিরচান, লেকু,মান্নান,ছলিম সহ ২০ টি বাড়ী ভাংচুর করে এসময় উভয় পক্ষের দুই জন আহত হয়। আহতরা হলো রতন ও বশির তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খরব পেয়ে শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, উপজেলা নির্বাহি অফিসার হুমায়ন কবির,জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান নাদিম সরকার সহ অনেকে সরেজমিনে গিয়ে ঘটনা দেখে ও সন্ত্রাসীদের বিচারের আশ^াস দেন। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায় পুলিশ মুতায়েন করা হয়েছে। এ বিষয়ে পুলিশের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।