নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে এগার দিন ব্যাপী হযরত কাবুল শাহ (রা:) মাজারের উরুষ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৩ ফেব্রুয়ারী হইতে শুরু হয়ে বৃহস্পতিবার রাত ১২.১ মিনিটে শেষ হয়।
পরে মাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম,সদর সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া,প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস,সম্পাদক মাজহারুল পারভেজ সহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
উরুষ মাহফিলে দেশের হাজার হাজার বক্তবৃন্ধ ও আশেকান জাকেরান অংশ গ্রহন করেন। মাজারে শত শত বাউল শিল্পীরা প্রতিদিন বক্তিমুলক গান পরিবেশন করে মাতিয়ে রাখেন বক্তদের। তারা বলেন ৩৬০ আউলিয়ার একজন হযরত কাবুল শাহ(রা:) তিনি ধর্ম প্রচারের জন্য ৯ শত বছর আগে এই দেশে আসেন এবং কাবুল শাহ মাজারে আস্তানা করে মানুষকে ভালবাসা দিয়ে ধর্ম প্রচার করেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষ তাদের স্বরন করবেন বলে জানান তারা।