![](https://newssomoy.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো: শফিকুল ইসলাম:
নরসিংদীতে ৫৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নরসিংদী জেলা করোনা পরিস্থিতি এবং গৃহীত পদক্ষেপসমূহ অবহিতকরনের লক্ষ্যে বুধবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এ তথ্য জানান।
এ সময় নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সদস্যরা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানান, নোভেল করোনা ভাইরাস বাংলাদেশে সংক্রমিত হচ্ছে এবং নরসিংদী জেলায়ও সংক্রমের আশংকা রয়েছে।
এ বিষয়ে নরসিংদী জেলার সর্বসাধারনকে সরকারের গৃহীত পদক্ষেপ মেনে নিয়ে নিজ নিজ ঘরে অবস্থান নেয়ার আহ্বান জানান তারা। ইতিমধ্যেই করোনা ভাইরাসে জেলার সর্বত্র দেখা দিয়েছে আতংক। বিভিন্ন হাট-বাজারের দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট জনশূন্য হয়ে ফাকা হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং চলছে জেলার সর্বত্র। পরে করোনা ভাইরাস থেকে দেশবাসী রক্ষাকল্পে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।