মো. হৃদয় খান: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনকে সহায়তার জন্য নরসিংদীতে মাঠে নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা। শহরের অলি-গলিতে টহল দিচ্ছেন তারা।
আজ শুক্রবার সকাল থেকে নরসিংদী বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
নরসিংদী শহরে দায়িত্বরত ক্যাপ্টেন সাদিয়া জানান, শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। দিনব্যাপী শহরের বিভিন্ন বাজার ও অলি-গলির দোকানপাটে অভিযান চলবে।’
এসময় প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ ও জরুরি কাজে বের হলেও অবশ্যই মুখে মাস্ক পড়ার অনুরোধ জানানো হয়।
এখানে কমেন্ট করুন: