নোভেল করোনা ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকির কখা বিবেচনা করে ফের দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার বিকালে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ ঘোষণা দেন। এর আগে করোনা ভাইরাস সংক্রামণ রোধে ৩১ মার্চ শেখেরচর বাবুরহাট বন্ধ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বর্তমান চলমান সংকটের কারণে সারা দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় ভূতুড়ে হাটে পরিণত হয় প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীতে ঐতিহ্যবাহী পাইকারি কাপড়ের হাট শেখেরচর বাবুরহাট। ব্যবসায়ীদের চলমান পরিস্থিতি ও ঈদের ব্যবসার কথা চিন্তা করে, এই সংকট কাটিয়ে তুলতে ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সীমিত আকারে বাবুরহাট বাজারের ব্যবসায়ীদের দোকান খোলে দেয়া হয়। পরে ব্যবসাকার্য পরিচালনার জন্য তা বৃদ্ধি করে ১৬ মে পর্যন্ত করা হয়।
কিন্তু বাবুরহাট বাজারের সকল আড়ত ও দোকানে পাইকারি ও খুচরা সকল ধরনের পণ্যো অর্ডার শুধুমাত্র অনলাইনে বা মোবাইল ফোনে গ্রহণ করার কথা থাকলে ও তা অধিকাংশ ব্যবসায়ীরা মানেনি। অনেক ব্যবসায়ীরা দোকান খোলা রেখে স্বাস্থ্যবিধী না মেনেই ব্যবসা পরিচালনা করছে। সকল লেনদেন অনলাইন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সম্পন্ন করার কথা থাকলেও তা সরাসরি সম্পন্ন করা হচ্ছে। বাবুরহাট দেশের বৃহৎ পাইকারি বাজার হওয়ায় বাজারে দেশের বিবিন্ন জেলার ক্রেতার আগমন ঘটছে। বাজারে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব না মেনেই ব্যবসা পরিচালনা করা হচ্ছে। যার কারণে জেলায় করোনা ভাইরাস বিস্তারের সম্ভাবনা রয়েছে। এছাড়া জেলায় করোনা ভাইরাসের রোগীর সংখ্যা বেড়ে গেছে। এজন্য করোনা ভাইরাস সংক্রামন রোধে বাবুরহাট বাজার বন্ধের সিন্ধান্ত নেয়া হয়।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, ব্যবসায়ীদের কথা বিবেচনা করে শর্ত সাপেক্ষে দুই দফায় বাবুরহাট চালু করার অনুমতি দেয়া হয়েছিল। কিছু ক্ষেত্রে শর্ত না পালন করায় এবং হাটের লেনদেন শেষের দিকে চলে আসায় স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনা করায় বাবুরহাট বাজারকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।