দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদকের বাসায় ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোটার:সুনামগঞ্জের কৃতি সন্তান দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী স¤পাদক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ইমরানল হক চৌধুরী প্রমুখ।

মানববন্ধন বক্তারা বলেন, যে বা যারা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী স¤পাদক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলা ও ভাংচুরের করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

এখানে কমেন্ট করুন: