মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনকের নির্মানাধীন ভাষ্কর্য ভাঙ্গা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী শহর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।
আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামীলীগের সামনে গিয়ে শেষ হয়।
সেসময় সেখানে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, শহর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুসহ কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।