মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী : নরসিংদীর শিবপুরে টাকা না পেয়ে এক স্বামী তার স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন করে শ্বশুরবাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আয়ূবপুর ইউনিয়নের চন্দনদিয়া গ্রামের এ ঘটনা ঘটেছে।
পাষন্ড স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘটনার পর থেকে ওই গৃহবধূ নিখোঁজ রয়েছে।নির্যাতনের শিকার গৃহবধূ কুলসুমের বাবা সমির উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে জামাই সেলিম সরকারে বিরুদ্ধে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতনের শিকার গৃহবধূ কুলসুম(২৫) উপজেলার আয়ূবপুর ইউনিয়নের চন্দনদিয়া গ্রামের মো. সমির উদ্দিনের মেয়ে। তার স্বামী সেলিম সরকার (৩২) একই উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাও গ্রামের লিয়াকত আলী সরকারের ছেলে।জানা গেছে, প্রায় ১০ বছর আগে সেলিম সরকারের সঙ্গে কুলসুমের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুক দাবি করে আসছিলেন সেলিম। এ পর্যন্ত বহুবার টাকা দিয়েছে। কিন্তু গত কয়েক দিন আগে আবারও তিন হাজার টাকা চাইলে তিনি তার মেয়ের জামাইকে টাকা দিতে পারবেন না বলে জানান।
এরপর থেকে তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল সেলিম সরকার। পরে গত ৬ ডিসেম্বর শনিবার ১১টার দিকে সেলিম লোকজন নিয়ে শ্বশুরবাড়িতে ভাংচুর করে নগদ অর্থসহ মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তার শ্বশুর।এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।