মো.শফিকুল ইসলাম,(মতি)নরসিংদী :
নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শহীদদের স্মরণে সোমবার ( ১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬.৩০ টায় শহরের উপজেলা মোড় হতে জেলখানা মোড় পর্যন্ত মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের উদ্ধোগে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এদিকে, পুলিশ সুপার অফিসের সামনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সহ পুলিশের উদ্ধতন কর্মকর্তারা, নরসিংদী জেলা আ.লীগের অফিসে জেলা আ.লীগের উদ্ধোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আ:মতিন ভূইয়া, সভাপতিত্ব করেন শহর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি(ভারপ্রাপ্ত)জি এম তালেব হোসেন,সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) পিরজাদা মোহাম্মদ আলী।
এছাড়া সেক্টর কমান্ডার ফোরমের সভাপতি আবদুল মোতালিব পাঠানের উদ্ধোগে জেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়, সিভিল সার্জন অফিসের সামনে সিভিল সার্জন ডা. মো.নুরুল ইসলাম, নরসিংদী চেম্বারের সামনে চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সভাপতি মো. আলী হোসেন শিশিরসহ নরসিংদী জেলা ছাত্রলীগের উদ্যোগে নরসিংদী সরকারী কলেজে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে ছাত্রলীগের উদ্ধোগে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ছাত্র লীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু সহ সকল ছাত্র লীগের নেতা কর্মিরা।