নরসিংদীর বেলাবোতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ আহত ১

রাব্বী আহমেদ সিয়াম, স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাবো উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক জন। শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন গাজীপুরের নওয়াব আলী।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, শুক্রবার বিকেলে ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এ সময় আহত হয় আরো এক জন। আহতকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখানে কমেন্ট করুন: