মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:
নরসিংদীর বেলাব পুড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম কাঞ্চন চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠি হয়েছে। ফুটবল টুনামেন্টে চগমখলা জয়লাভ করেছে। গত শনিবার বিকালে পুড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
চগমখলার পক্ষে বিদেশি খেলোয়াড়রা বল তাদের দখলে রেখে দর্শকদের মাতিয়ে তুলেন ও পুরাদিয়াকে ৪-০ ব্যবধানে পরাজিত করে চগমখলা জয়লাভ করে। খেলা শেষে পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান মো.ইফরানুল হক ভূইয়া জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সহ অতিথিবৃন্ধ।
খেলায় প্রধান পৃষ্ঠাপোষক ছিলেন বেলাব উপজেলা রেমিটেন্স যোদ্ধা শামিম করিম আকন,সারবিক সহযোগিতায় ছিলেন মাসুম সাদ ও খন্দকার আল রিয়াদ মামুন। টুনামেন্টটি হাজার হাজার লোক উপভোগ করেন। রানাআপ পুড়াদিয়াকে এলইডি টেলিভিশন ও চগমখলা বিজয়ীদের মাঝে ফ্রিজ বিতন করা হয়।