মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:নরসিংদী পৌর নির্বাচন নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশের পর মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি পরিবর্তন করা হয়েছে।নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু।বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এম.পি স্বাক্ষরিত পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রিটার্নিং অফিসার নরসিংদী পৌরসভা ও জেলা নির্বাচন কর্মকর্তা, নরসিংদী বরাবর লিখিত পত্রে উল্লেখ করা হয়,নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আশরাফ হোসেন সরকারকে মনোনয়ন প্রদান করা হয়েছিল। পরবর্তীতে উক্ত মনোনয়ন বাতিল করে গত (১৪ ই জানুয়ারি ২০২১) আমজাদ হোসেন বাচ্চুকে বাংলাদেশ আওয়ামীলীগের চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।মেয়রপ্রার্থী পরিবর্তনে নরসিংদীর সর্বমহলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসছে পৌরবাসি আনন্দ উল্লাস করতে দেখা গেছে। বর্তমানে বিজয়ের আনন্দে ভাসছে নেতাকর্মীরা।
পরে গুমাাধ্যমে রিপোর্ট প্রকাশের পর ২৪ ঘন্টার ব্যবধানে পুনঃরায় কামরুজ্জামান কামরুল গ্রুপের নেতা আমজাদ হোসেন বাচ্চু দলীয় মনোনয়ন পাওয়ায় নরসিংদী শহরে আনন্দের সুবাতাস বইছে।সর্বশেষ আরো কোন পরিবর্তন হবে কিনা এই নিয়ে ও জল্পনা কল্পনা চলছে জনগণের মধ্যে।