মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচনে আজ মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারী)প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ফলাফল ঘোষনার দিন। সকাল থেকে প্রার্থী ও জনসাধারন অবাধে প্রবেশ করছে কার্যালয়ে। সকাল ১১ টা পেশাগত কারনে স্থানীয় সাংবাদিকরা নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ করতে চাইলে মুল ফটকেই আটকে দেয় ফটকের দায়িত্বে থাকা ব্যক্তি পিউন জলিল।
ফটকের দায়িত্বে থাকা ব্যাক্তি জলিল বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)কমল কুমার ঘোষ স্যাারের অনুমতি ছাড়া সাংবাদিক প্রবেশ করতে দেওয়া যাবে না। আপনারা স্যারকে ফোন দেন। ঠিক সে মুহুর্তে জনসাধরন অবাধে কার্যালয়ে প্রবেশ করতে থাকলেও তাতে কোন বাধা ছিল না।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। আজ ছিল বাছাই শেষে ফলাফল ঘোষনার দিন প্রার্থীরা কারা যাচাই বাছাইয়ে টিকল তাদের নিয়ে সংবাদ পরিবেশন ছাড়াও বিভিন্ন তথ্য নিতে জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ ছাড়া উপায় কি? জানতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেছেন সাংবাদ কর্মীরা।এ বিষয়ে প্রশাসনের কেউ কথা বলতে রাজি হয়নি।এ বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।