মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঘোষিত সিটি করপোরেশন ও জেলা ভিত্তিক শ্রেষ্ঠ করদাতা ক্যাটাগরিতে ২০১৯-২০২০ কর বছরে নরসিংদী জেলার দ্বিতীয় বারের মত সেরা করদাতা হয়েছেন নরসিংদী জেলার বিশিষ্ট শিল্পপতি তরুণ ব্যবসায়ীদের অগ্রদূত, বিটিএমএ’র এর পরিচালক ও চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি রাশিদুল হাসান রিন্টু ও তার সহধর্মিনী সুলতানা রাজিয়া সুমি, নরসিংদী জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছে।
গত (১৭ জানুয়ারী) বুধবার বিকেলে বাংলাদেশ গেজেটে রাষ্ট্রপ্রতির আদেশ ক্রমে নুসরাত জাহান নিসু সিনিয়র সহকারী সচিবের স্বাক্ষরীত আদেশে এ তথ্য জানান।এর আগে ও তিনি জেলার সেরা করদাতা হয়েছিলেন। বিশিষ্ট শিল্পপতি রাশিদুল হাসান রিন্টু বলেন, সেরা করদাতা হিসেবে আমার ও আমার সহধর্মীনির নাম ঘোষনা দেওয়ায় আমরা গর্বিত অনুভব করছি। কারণ দেশের একজন নাগরিক হিসেবে আমি আমার দায়িত্বটুকু পালন করেছি আর পুরস্কার পরবর্তীতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রত্যেক নাগরিকের উচিত সঠিক সময়ে সঠিকভাবে কর দেওয়া।রাশেদুল হাসান রিন্টু ও সহধর্মীনী তরুণ করদাতা সম্মাননা গ্রহণ করেন।