মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী : গত(২ মার্চ) মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদী জেলার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলামের চিনিশপুর ভাড়াটিয়া বাসার চতুর্থ তলায় অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ বিষয়ে নরসিংদী মডেল থানার এস আই মেহেদী হাসান জানা যায়, নরসিংদীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নরসিংদীর চিনিশপুর গ্রামে চতুর্থ তলার বাসায় ভাড়া টিয়া হিসেবে বসবাস করে আসছিলেন তিনি।
অজ্ঞাত নামা চোর বা চোরেরা ঘটনার দিন গত ২ মার্চ দিবাগত রাত্র ১টা থেকে ৪ টা টার মধ্যে অভিনব কায়দায় বাড়ির ওয়াল টপকিয়ে অভিনব কায়দায় চতুর্থ তলায় উঠে বাসার গ্রিল কেটে রুমে প্রবেশ করে নগদ প্রায় ,৭০ হাজার টাকা, একটি আইফোন মোবাইল সেট, ১টি মোবাইল ট্যাব ও একটি ব্লেজার চুরি করে নিয়ে যায়।এসব কিছু চুরি করে নিয়ে যাওয়ার পর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় বাসার জানালার গ্রিল কাটা ও আসবাবপত্র তছনছ দেখে চুরি হবার বিষয়ে নিশ্চিত হন।
এ ঘটনার পর খবর পেয়ে পুলিশের আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নরসিংদী মডেল থানা পুলিশের এসআই মেহেদী ও এসআই শাহীনসহ অনেক পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ঘটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি ।