নরসিংদীর শিবপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :নরসিংদী জেলার শিবপুরে মামুন সরকার (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুবৃত্তরা। বুধবার (৩ ফেব্রুয়ারি)রাতে শিবপুর ধানুয়া দাখিল মাদরাসার সামনের সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত মামুন সরকার শিবপুর চক্রধা গ্রামের আব্দুল আওয়াল বাচ্চুর ছেলে।

নিহতের ভাই মাসুম সরকার জানান, শিবপুর কারীবাড়ির মেলায় যাওয়ার জন্য বুধবার রাতে দিকে মামুন বাড়ি থেকে বের হন। পরে রাত ৩ টার দিকে স্থানীয়দের কাছে তার মৃত্যুর খবর পান স্বজনরা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে তার মরদেহ পান।

খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।শিবপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতের বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এর আগে পরিবারের পক্ষ থেকে তাকে রিহ্যাব সেন্টারেও রাখা হয়েছিল। কে বা কারা কেন তাকে হত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এখানে কমেন্ট করুন: