নরসিংদীতে শিক্ষানবীশ আইনজীবীকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :নরসিংদীর মাধবদীতে মাদক ব্যবসায় বাধা দেয়ায় জজ কোর্টের এক শিক্ষানবীশ আইনজীবীকে কুপিয়ে গুরুতর জখমের প্রতিবাদ এবং দোষিদের গ্রেপ্তার করে বিচারের দাবীতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

আজ বুধবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আতাউর রহমানের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইন জীবী এড রেজাউল করিম বাসেত, নরসিংদী জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি এড আমজাদ হোসেন, সাবেক সম্পাদক মোহাম্মদ আলী টুটুল, সাবেক জিপি নজরুল ইসলাম রিপন সহ শতাধিক আইনজীবী মানববন্ধনে অংশ নেন ।

এসময় বক্তারা বলেন, মাদক ব্যবসায় বাধা দেয়ার ফলশ্রুতিতে সন্ত্রাসী কর্তৃক শিক্ষানবীশ আইনজীবী রায়হান উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসী বাহিনী। অনতিবিলম্বে দোষিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

এখানে কমেন্ট করুন: