মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:নরসিংদীর মনোহরদী চরমান্দালিয়া এলাকায় সিনিয়র আইন জীবী মো.শফিকুর রহমান(মিলনের)পরিবারিক কবরস্থানে পাকা বাউন্ডারী নির্মাণ কাজে চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের হামলা,দেওয়াল ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা এলাকায় ত্রাসের সৃষ্টি করে গত ১২ মার্চ(শুক্রবার)বিকালে কবরস্থানের বাউন্ডারীর দেওয়াল ভাংচুর করে প্রায় ১ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন করে।
এ ঘটনায় এডভোকেট মো.শফিকুর রহমান(মিলন)গত রবিবার(১৪ মার্চ)বাদী হয়ে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহা: রকিবুল ইসলামের আদালতে একটি সি আর মামলা দায়ের করে। বিচারক মামলাটি আমলে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ প্রধান করে।
নরসিংদী জেলা আইন জীবী সমিতির সভাপতি সিনিয়র আইন জীবী এডভোকেট আ.বাছেদ ভূইয়া জানান,নরসিংদী জেলা আইন জীবী সমিতির সাবেক সহ সভাপতি সিনিয়র আইন জীবী এডভোকেট শফিকুর রহমান(মিলনের) গ্রামের বাড়ীতে প্রায় ৮০ বছরের পুরাতন পারিবারিক কবরস্থানে ইটের বাউন্ডারী দেওয়াল নির্মান করিতে থাকা অবস্থায় একই এলাকার মৃত জামির উদ্দিনের পুত্র দুদু(৩২)রবি(৩৭)বেনু(৩৫)আ.রহমান(৪০)ফজলুর রহমানের পুত্র আবদুল্লাহ,মৃত ফালুর পুত্র ইসমাইল(২২)ও কটিয়াদী উপজেলার ফেকামারা গ্রামের মৃত আ:মান্নানের পুত্র আ:হামিদ(৫৫) আইন জীবীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে না দিলে ইটের দেওয়াল ভাংচুর করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এ ব্যাপারে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালতে একটি সি আর মামলা দায়ের করে যাহার নং ১১৮/২০২১ ইং বিচারক মামলাটি আমলে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ প্রদান করে। এ রির্পোট লেখা পর্যন্ত সন্ত্রাসীরা কেউ গ্রেফতার হয়নি।সন্ত্রাসীরা মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি অব্যাহত রাখছেন বলে জানান মামলার বাদী এডভোকেট মো.শফিকুর রহমান।