নরসিংদীতে হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ

মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী : হেফাজত ইসলামের হরতালের সমর্থনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে মহাসড়কের জেলখানার মোড় এলাকায় অবস্থান নেন তারা।

সরেজমিনে দেখা গেছে, বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নিয়ে হেফাজতের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করছেন। এ সময় তারা দুনিয়ার মুসলিম এক হও, আমার ভাই শহীদ কেন, জবাব চাই জবাব চাই, এ ধরনের স্লোগান দিচ্ছিলেন।

মহাসড়ক অবরোধের কারণে এক কিলোমিটার এলাকাজুড়ে মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে।হরতালের সমর্থনে আসা কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলে জানা যায়, মূলত শুক্রবার হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে তারা মাঠে নেমেছেন। কেউ কেউ বলছেন, কট্টর মুসলিমবিরোধী নেতা মোদিকে এদেশে সাদরে গ্রহণ করা ঠিক হয়নি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।এদিকে মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাবের উপস্থিতি দেখা গেছে।অবরোধের বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি।

এখানে কমেন্ট করুন: