নরসিংদীর রায়পুরা হাসনাবাদে বাড়িতে ঢুকে হামলা নীপা নামে এক নারীকে কুপিয়ে আহত-লুটপাটের অভিযোগ

মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :নরসিংদীর রায়পুরা হাসনাবাদে পূূর্ব শক্রতার জেরে বাড়িতে ঢুকে হামলা নীপা নামে এক নারীকে আহত করে লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার(২৫ মার্চ)বিকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার হাসনাবাদ গ্রামে।

আহত নারী নীপা আক্তার জানান, জমি জমা সংক্রান্ত জেরে বৃহস্পতিবার পূর্ব পরিকল্পনা মোতাবেক একই এলাকার আপন জাল ফরিদের স্ত্রী নাছরিন আক্তার(৩৩)ঘাগটিয়া এলাকার মৃত ছামাদ এর পুত্র এমদাদুল হক(৫৫)এমদাদুল হকের পুত্র নাইম(২২)গাবতলী এলাকার কালাম এর স্ত্রী মাসুমা(৩০)হাসনাবাদ এলাকার আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া(৩৫)সহ কয়েকজন এসে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথারী কুপিয়ে নীপাকে গুরুতর আহত করে এবং বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণঅলংকার লুট করে বাড়ি ঘর ভাঙ্গচুর করে চলে যায়।

স্থানীয়রা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। প্রতিপক্ষরা পুনরায় হামলা করে নীপার ব্যাবসায়ী স্বামী সন্তানদেরকে জীবনে মেরে ফেলার হুমকি দিচ্ছে।এ বিষয়ে প্রতিপক্ষের কেউ কথাবলতে রাজি হয়নি। এ ঘটনায় আহত নীপা আক্তার বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

এখানে কমেন্ট করুন: