মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসেরকে বদলী জনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ মার্চ) দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান সহকারী মো.খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আ.মতিন ভূইয়া,সভা সঞ্চালায় ছিলেন উচ্চমান সহকারী ও কর্মকর্তা-কর্মচারী সমিতির সাধারন সম্পাদক মো.ছাইদুর রহমান, এ সময় জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পাশাপাশি বিদায়ী ক্রেষ্ট ও সবার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।এ সময় কর্মকর্তা-কর্মচারীরা প্রধান নির্বাহী সম্পর্কে নানা বিষয়ে স্মৃতিচারন করেন।এ সময় নির্বাহী কর্মকর্তা সম্পর্কে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আ.মতিন ভূইয়া,প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আনোরুল নাসের,প্রধান সহকারী মো.খোরশেদ আলম,উচ্ছমান সহকারী মো.ছাইদুর রহমান,হিসাব রক্ষক রোমান মিয়া সহ কর্মকর্তা-কর্মচারীরা।প্রধান নির্বাহী কর্মকর্তা ২০১৯ ইং সনের ১৮ ফেব্রুয়ারী নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।বর্তমানে সড়ক পরিবহন ও সেতুঁ বিভাগ ঢাকাতে বদলী হন তিনি।