গুজব প্রতিরোধে নরসিংদী জেলা ছাত্রলীগ সম্পাদকের মাইকিং

দেশটা আমাদের দায়িত্ব সকলের এই স্লোগান কে সামনে রেখে নরসিংদী জেলা ছাত্রলীগের উদ্যোগে চলমান গুজব সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ মাইকিং করেন করা হয়েছে।

গতকাল সারাদিন নরসিংদী শহরের বিভিন্ন পাড়া মহল্লা ভিতরে সচেতনমূলক মাইকিং করা হয়। সাস্মপতিক বাংলাদেশের আলোচিত অপপ্রচার পদ্যাসেতুতে মানুষের মাথা লাগবে এ নিয়ে গুজব এবং বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মাঝে ভয় ভীতি ছড়াচ্ছে একটি কুচক্রি মহল।

তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে জনসাধারণ ও ছাত্রসমাজকে সচেতন করতে অপপ্রচার রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে,নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম রিমন নিজ উদ্যোগে গুজব সন্ত্রাস অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতামূলক মাইকিং করেন।মাইকিং করা সময় রিমন বলেন, সাম্প্রতিক সময়ে ছেলেধরা ও গলাকাটা গুজবে বেশ কয়েকজন নিরীহ মানুষ কে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।জনসাধারণ কে এ বিষয়ে সচেতন হতে হবে।পাড়া মহল্লায় ছেলেধরা সন্দেহে কাউকে আটক করলে সাথে সাথে নরসিংদী মডেল থানার পুলিশ কে জানাবেন অথবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানাবেন। আইন নিজ হাতে তুলে নেয়া থেকে বিরত থাকতে সকল কে অনুরোধ জানান তিনি।

এখানে কমেন্ট করুন: