নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক প্রীতিরঞ্জন সাহাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

মো. শফিকুল ইসলাম:
নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক প্রীতিরঞ্জন সাহাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ঢাকায় আওয়ামীলীগের সম্মেলন শেষে শুক্রবার রাত দেড়টায় আমিরগঞ্জ স্টেশন থেকে রায়পুরায় তার নিজ বাড়ী রহিমাবাদ যাওয়ার পথে বাড়ির অদুরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তার উপর এলোপাতারি হামলা চালায়।

পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে গর্তের মধ্যে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তার গোংড়ানীর শব্দ শুনে এক পথচারী তাকে উদ্ধার করে বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে তার স্বজনরা তাকে গুরুতর আহত অবসস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে আজ শনিবার সকালে তাকে জেলা হাসপাতালে ও পরে সেখানে থেকে তার অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, ভিকটিমের মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগায় প্রচুর রক্তক্ষরন হয়।

তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় নরসিংদী জেলা প্রশাসন ও পুলিশ সুপার দুঃখ প্রকাশ করে বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত থাকোক আমরা তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফাতর করে বিচারের মুখোমুখী করার দাবী জানান তারা।

এখানে কমেন্ট করুন: