নরসিংদীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মো: শফিকুল ইসলাম:
নরসিংদী সহ সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে নরসিংদীতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে সাংবাদিক নজরুল ইসলামকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার নির্যাতন করে জেলে আটক রাখার প্রতিবাদে ও তার মুক্তির দাবীতে সাংবাদিকরা যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নরসিংদী জেলা মফস্বল সাংবাদিক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, সম্পাদক এস এম হারিছুল হক,নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম, নরসিংদী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মুখলেছুর রহমান, সাংবাদিক বেলায়েত হোসেন বিল্লাল, ,সাংবাদিক আসাদুজামান বাদ প্রমুখ। মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা বলেন পুলিশের বিরুদ্ধে কোন সত্য নিউজ করলেই পুলিশ রেগে যায় আর খোবের বসবতি হয়ে সাংবাদিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

নরসিংদীতে আজ সাংবাদিকরা পুলিশ দ্ধারা বেশি নির্যাতনের স্বীকার হচ্ছে। নরসিংদীতে সাংবাদিকরা আজ খুবই যুকির মধ্যে আছে। গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং নরসিংদী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

এখানে কমেন্ট করুন: