নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন সচিব সহ আহত ৩

শফিকুল ইসলাম: নরসিংদী পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন সচিব সহ ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে পাইকারচর ইউনিয়ন পরিষদে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, পাইকারচর ইউনিয়নের সচিব সাখাওয়াত ফকির,দফেদার ফারুক মিয়া, গ্রাম পুলিশ আরমান মিয়া।
তারা বলেন, পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম ও সম্পাদক শাখাওয়াত হোসেনের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে হারুনের নেত্বতে লোকজন প্রথমে পাইকারচর ইউনিয়নের ডিজিটাল সেন্টারে হামলা চালিয়ে প্রায় ২/৩ লক্ষ টাকার সরকারী মালামাল ভাংচুর করে ক্ষতি সাধন করে। আমারা বাধা দিলে আমাদেরকে তারা মারপিট করে।

পরে এলাকাবাসীরা এগিয়ে এসে আহত অবস্থায় তাদেরকে নরসিংদী জেলা হাসপাতালে এনে ভর্তি করে।
ঘটনার ২৪ ঘন্টা পার হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ব্যপারে পুলিশের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

এখানে কমেন্ট করুন: