স্কুলছাত্রী হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবীতে নরসিংদীতে মানববন্ধন

মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:
স্কুলছাত্রী হত্যায় আসামীদের গ্রেপ্তারের দাবীতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে নরসিংদী সদর উপজেলার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সামাজিক পরিষদের ব্যানারে শিক্ষক, সাংবাদিকসহ এলাকাবীসী মানববন্ধনে অংশ নেয়।এবছরের ২৮ মার্চ সকালে সোনিয়া আক্তারকে বাবুল নামে এক ব্যক্তি টেঁটাবিদ্ধ করে আঘাত করে বলে অভিযোগ সোনিয়া আক্তারের পরিবারের।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেলেই সে মারা যায়। সোনিয়া আক্তার রায়পুরা উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ছিলো। এঘটনায় মৃত সোনিয়া আক্তারের পিতা জালাল মিয়া রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলার প্রেক্ষিতে রায়পুরা থানা পুলিশ মামলার প্রধান আসামীকে রক্ষার পরিকল্পনা নিয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।হত্যা কান্ডে জড়িত প্রধান আসামী সহ সকল আসামীদের বিচারের দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এখানে কমেন্ট করুন: